News Sports এ দুঃসময়ে ক্রিকেট গুরুত্বহীন অস্ট্রেলীয় অধিনায়কের কাছে March 18, 2020 Dccare 0 Comments অধনয়কর, অসটরলয়, এ, কছ, করকট, গরতবহন, দসময় [ad_1] খেলা ডেস্ক ১৮ মার্চ ২০২০, ২১:০৩ আপডেট: ১৮ মার্চ ২০২০, ২১:০৫ করোনাভাইরাসের কারণে বন্ধ সবকিছুই। বিশ্বব্যাপী থেমে গেছে জীবনযাত্রা। সারা বিশ্বে এখনো পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৮ হাজার মানুষ। ২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত ভয়াবহ এই স্বাস্থ্য-দুর্যোগে। এমন অবস্থায় খেলাধুলা বা যেকোনো ধরনের বিনোদনকে খুবই গৌণ মনে হওয়াটাই স্বাভাবিক। যেখানে জীবন হুমকির মুখে, সেখানে খেলাধুলার প্রশ্নই তো অবান্তর। অস্ট্রেলীয় ক্রিকেট অধিনায়ক টিম পেইনও ব্যাপারটিকে এভাবেই দেখছেন। তিনি মনে করেন করোনাভাইরাসের মহামারি বিশ্বব্যাপী যুদ্ধকালীন তৎপরতায় মোকাবিলা করা প্রয়োজন। ক্রিকেট বন্ধ হয়ে গেছে সব দেশেই। অস্ট্রেলিয়াতে শেফিল্ড শিল্ড বাতিল ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজও বাতিল করে দেওয়া হয়েছে। কেবল অস্ট্রেলিয়াতেই নয়, অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোতেও ক্রিকেট কার্যক্রম থমকে গেছে। আইপিএল, পিএসএল স্থগিত হয়ে গেছে। স্থগিত হয়ে গেছে বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজও। সারা দুনিয়াতেই ক্রিকেটাররা কার্যত কর্মহীন। কিন্তু এমন অবস্থাতেও পেইনের মনে একটাই উপলব্ধি, ‘জীবনের চেয়ে ক্রিকেট বড় নয়।’ করোনার এই আতঙ্কের মধ্যে পেইন এক ভিডিও বার্তা দিয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার টুইটার পেজে পোস্ট করা এ ভিডিওতে তিনি বলেছেন পরিস্থিতি খুবই ভয়াবহ, ‘ক্রিকেটারদের জন্য অবশ্যই সময়টা খুব কঠিন। তবে আমি মনে করি এখন সময়টা ক্রিকেট থেকে দূরে থাকারই। তবে এই সময়ে প্রচুর খেলা হয়, বিভিন্ন টুর্নামেন্টের শিরোপা-নির্ধারণী ম্যাচ হয়, ক্রিকেটারদের লক্ষ্য থাকে এগুলো জেতা। কিন্তু এখন যে সময়টা এসেছে, সেটি ক্রিকেট বা একটা শিরোপা জেতার চেয়েও অনেক বড়। করোনার এই ব্যাপারটা কিন্তু প্রচণ্ড গুরুত্বের সঙ্গে নিতে হবে।’ পেইন ভিডিওতে আবারও নিরাপদ সময়ের আশাবাদ জানিয়েছেন, ‘আশা করি খুব শিগগিরই আমরা সবাই ক্রিকেট ফিরতে পারব। কিন্তু আপাতত আমরা সবাই নিজেদের যত্ন নিই। অন্যের দিকেও মনোযোগ দিই। চলুন দুঃসময়টা আমরা সবাই মিলেমিশে একে অন্যকে সাহায্য করে পার করে দিই।’ [ad_2] Source from @ www.prothomalo.com
করোনাভাইরাসের কারণে বন্ধ সবকিছুই। বিশ্বব্যাপী থেমে গেছে জীবনযাত্রা। সারা বিশ্বে এখনো পর্যন্ত এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৮ হাজার মানুষ। ২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত ভয়াবহ এই স্বাস্থ্য-দুর্যোগে। এমন অবস্থায় খেলাধুলা বা যেকোনো ধরনের বিনোদনকে খুবই গৌণ মনে হওয়াটাই স্বাভাবিক। যেখানে জীবন হুমকির মুখে, সেখানে খেলাধুলার প্রশ্নই তো অবান্তর। অস্ট্রেলীয় ক্রিকেট অধিনায়ক টিম পেইনও ব্যাপারটিকে এভাবেই দেখছেন। তিনি মনে করেন করোনাভাইরাসের মহামারি বিশ্বব্যাপী যুদ্ধকালীন তৎপরতায় মোকাবিলা করা প্রয়োজন। ক্রিকেট বন্ধ হয়ে গেছে সব দেশেই। অস্ট্রেলিয়াতে শেফিল্ড শিল্ড বাতিল ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজও বাতিল করে দেওয়া হয়েছে। কেবল অস্ট্রেলিয়াতেই নয়, অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশগুলোতেও ক্রিকেট কার্যক্রম থমকে গেছে। আইপিএল, পিএসএল স্থগিত হয়ে গেছে। স্থগিত হয়ে গেছে বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজও। সারা দুনিয়াতেই ক্রিকেটাররা কার্যত কর্মহীন। কিন্তু এমন অবস্থাতেও পেইনের মনে একটাই উপলব্ধি, ‘জীবনের চেয়ে ক্রিকেট বড় নয়।’ করোনার এই আতঙ্কের মধ্যে পেইন এক ভিডিও বার্তা দিয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার টুইটার পেজে পোস্ট করা এ ভিডিওতে তিনি বলেছেন পরিস্থিতি খুবই ভয়াবহ, ‘ক্রিকেটারদের জন্য অবশ্যই সময়টা খুব কঠিন। তবে আমি মনে করি এখন সময়টা ক্রিকেট থেকে দূরে থাকারই। তবে এই সময়ে প্রচুর খেলা হয়, বিভিন্ন টুর্নামেন্টের শিরোপা-নির্ধারণী ম্যাচ হয়, ক্রিকেটারদের লক্ষ্য থাকে এগুলো জেতা। কিন্তু এখন যে সময়টা এসেছে, সেটি ক্রিকেট বা একটা শিরোপা জেতার চেয়েও অনেক বড়। করোনার এই ব্যাপারটা কিন্তু প্রচণ্ড গুরুত্বের সঙ্গে নিতে হবে।’ পেইন ভিডিওতে আবারও নিরাপদ সময়ের আশাবাদ জানিয়েছেন, ‘আশা করি খুব শিগগিরই আমরা সবাই ক্রিকেট ফিরতে পারব। কিন্তু আপাতত আমরা সবাই নিজেদের যত্ন নিই। অন্যের দিকেও মনোযোগ দিই। চলুন দুঃসময়টা আমরা সবাই মিলেমিশে একে অন্যকে সাহায্য করে পার করে দিই।’