News Sports বিশ্বকাপকেই তার পছন্দ হলো এমন প্রথমের জন্য January 21, 2020 Dccare 0 Comments এমন, জনয়, তর, পছনদ, পরথমর, বশবকপকই, হল খেলা ডেস্ক ২১ জানুয়ারি ২০২০, ২১:১২ আপডেট: ২১ জানুয়ারি ২০২০, ২১:১৪ স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয়ের আশা নিয়েই নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আকাঙ্ক্ষিত জয়টা সহজেই এসেছে। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে নির্ধারিত সময়ের অর্ধেকের মধ্যেই ম্যাচ শেষ করে এসেছে যুবারা। দাপুটে জয়ের সঙ্গে বাড়তি পাওনা রাকিবুল হাসানের পারফরম্যান্স। বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল আজ এবারের যুব বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেছেন। বাকি কাজটা ব্যাটসম্যানরা দ্রুত সেরে নিয়ে এনে দিয়েছেন ৭ উইকেটের জয়। ৯০ রানের লক্ষ্য পেয়ে বাংলাদেশ দল ১৭তম ওভারে জয় তুলে নিয়েছে। পাক্কা দুই শ বল হাতে রেখে পাওয়া জয়টা আগের ম্যাচের মতো দ্রুত হয়নি টপ অর্ডারের তাড়াহুড়ায়। দ্রুত রান করতে নেমে তানজিদ (০), পারভেজ (১৫ বলে ২৫), ও শামিম (১০) ফিরে গেছেন ৩৫ রানের মধ্যে। ৫১ রানের অপরাজিত জুটি গড়ে ম্যাচ শেষ করে এসেছেন তুলনামূলক অভিজ্ঞ তৌহিদ হৃদয় (১৭*) ও মাহমুদুল হাসান (৩৫*)। টানা দুই জয়ে গ্রুপ সি থেকে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। আগামীকাল জিম্বাবুয়ে পাকিস্তানকে না হারাতে পারলেই সেটা নিশ্চিত হয়ে যাবে। আজ স্কটিশদের ৮৯ রানে অলআউট করে দেওয়ার কৃতিত্ব দলের সবার। দুই পেসার শরিফুল ইসলাম ও তানজীম হাসানের কল্যাণে ৮ ওভারের মধ্যে ২১ রান তুলতেই ৪ উইকেট হারায় স্কটিশ যুবারা। ৫ উইকেটে ৬৭ রান তুলে ফেলেছিল স্কটল্যান্ড। ২৪তম ওভারে রাকিবুলের স্পিনে স্কটিশদের মূল সর্বনাশ হয়েছে। ওই ওভারের তৃতীয় বলে কেস সাজ্জাদকে বোল্ড করেন রাকিবুল। পরের বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এলজি রবার্টসনকে। পঞ্চম বলে বোল্ড হয়েছেন সিডি পিট। এ ধাক্কা আর কাটিয়ে ওঠা আর সম্ভব হয়নি স্কটল্যান্ডের। ম্যাচ সেরা বেছে নিতে কোনো অসুবিধা হয়নি আজ। হ্যাটট্রিকসহ ৪ উইকেট পাওয়া ১৭ বছরের রাকিবুলও তৃপ্ত তার বোলিংয়ে, ‘আমি আজ অনেক খুশি। ক্যারিয়ারে এই প্রথম হ্যাটট্রিক পেলাম। শুরুটা ভালো হয় নাই খুব একটা কিন্তু উইকেট পেতেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। ভালো বোলিং হয়েছে। আমি আমার বোলিংয়ে খুশি।’ বাংলাদেশের সামনে এখন গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য। সে জন্য আগামী ২৪ জানুয়ারি পাকিস্তানকে হারাতে হবে দলকে। রাকিবুল অবশ্য আত্মবিশ্বাসী দল নিয়ে, ‘এটা খুবই ভালো দিক যে ব্যাটসম্যান খুব ভালো ছন্দে আছে। বোলাররাও খুব ভালো বল করছে। দুটি ম্যাচ পর পর জিতেছি। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা পাকিস্তানের সঙ্গে খেলব। আশা করি ওদের সঙ্গেও ইতিবাচক ফল নিয়ে শেষ করতে পারব।’ Source from @ www.prothomalo.com Share this:Click to share on Twitter (Opens in new window)Click to share on Facebook (Opens in new window)Click to share on LinkedIn (Opens in new window)Click to share on Pinterest (Opens in new window)Click to share on WhatsApp (Opens in new window)Click to share on Skype (Opens in new window)Click to email this to a friend (Opens in new window)
স্কটল্যান্ডের বিপক্ষে বড় জয়ের আশা নিয়েই নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আকাঙ্ক্ষিত জয়টা সহজেই এসেছে। বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে নির্ধারিত সময়ের অর্ধেকের মধ্যেই ম্যাচ শেষ করে এসেছে যুবারা। দাপুটে জয়ের সঙ্গে বাড়তি পাওনা রাকিবুল হাসানের পারফরম্যান্স। বাংলাদেশের বাঁহাতি স্পিনার রাকিবুল আজ এবারের যুব বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করেছেন। বাকি কাজটা ব্যাটসম্যানরা দ্রুত সেরে নিয়ে এনে দিয়েছেন ৭ উইকেটের জয়। ৯০ রানের লক্ষ্য পেয়ে বাংলাদেশ দল ১৭তম ওভারে জয় তুলে নিয়েছে। পাক্কা দুই শ বল হাতে রেখে পাওয়া জয়টা আগের ম্যাচের মতো দ্রুত হয়নি টপ অর্ডারের তাড়াহুড়ায়। দ্রুত রান করতে নেমে তানজিদ (০), পারভেজ (১৫ বলে ২৫), ও শামিম (১০) ফিরে গেছেন ৩৫ রানের মধ্যে। ৫১ রানের অপরাজিত জুটি গড়ে ম্যাচ শেষ করে এসেছেন তুলনামূলক অভিজ্ঞ তৌহিদ হৃদয় (১৭*) ও মাহমুদুল হাসান (৩৫*)। টানা দুই জয়ে গ্রুপ সি থেকে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। আগামীকাল জিম্বাবুয়ে পাকিস্তানকে না হারাতে পারলেই সেটা নিশ্চিত হয়ে যাবে। আজ স্কটিশদের ৮৯ রানে অলআউট করে দেওয়ার কৃতিত্ব দলের সবার। দুই পেসার শরিফুল ইসলাম ও তানজীম হাসানের কল্যাণে ৮ ওভারের মধ্যে ২১ রান তুলতেই ৪ উইকেট হারায় স্কটিশ যুবারা। ৫ উইকেটে ৬৭ রান তুলে ফেলেছিল স্কটল্যান্ড। ২৪তম ওভারে রাকিবুলের স্পিনে স্কটিশদের মূল সর্বনাশ হয়েছে। ওই ওভারের তৃতীয় বলে কেস সাজ্জাদকে বোল্ড করেন রাকিবুল। পরের বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন এলজি রবার্টসনকে। পঞ্চম বলে বোল্ড হয়েছেন সিডি পিট। এ ধাক্কা আর কাটিয়ে ওঠা আর সম্ভব হয়নি স্কটল্যান্ডের। ম্যাচ সেরা বেছে নিতে কোনো অসুবিধা হয়নি আজ। হ্যাটট্রিকসহ ৪ উইকেট পাওয়া ১৭ বছরের রাকিবুলও তৃপ্ত তার বোলিংয়ে, ‘আমি আজ অনেক খুশি। ক্যারিয়ারে এই প্রথম হ্যাটট্রিক পেলাম। শুরুটা ভালো হয় নাই খুব একটা কিন্তু উইকেট পেতেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। ভালো বোলিং হয়েছে। আমি আমার বোলিংয়ে খুশি।’ বাংলাদেশের সামনে এখন গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য। সে জন্য আগামী ২৪ জানুয়ারি পাকিস্তানকে হারাতে হবে দলকে। রাকিবুল অবশ্য আত্মবিশ্বাসী দল নিয়ে, ‘এটা খুবই ভালো দিক যে ব্যাটসম্যান খুব ভালো ছন্দে আছে। বোলাররাও খুব ভালো বল করছে। দুটি ম্যাচ পর পর জিতেছি। এই আত্মবিশ্বাস নিয়েই আমরা পাকিস্তানের সঙ্গে খেলব। আশা করি ওদের সঙ্গেও ইতিবাচক ফল নিয়ে শেষ করতে পারব।’